সন্তানের জন্য মায়ের গগণবিদারী কান্না


নিউজ ডেস্ক প্রকাশিত: মে ১১, ২০১৭, ০৫:৪১ পিএম
সন্তানের জন্য মায়ের গগণবিদারী কান্না

জীব-জন্তু যাই হোক না কেন, সন্তানের প্রতি মায়ের ভালোবাসার সঙ্গে পৃথিবীর কোনো কিছুরই তুলনা চলে না। মায়ের আঁচলই সন্তানের নির্ভরতার স্থান, প্রাণ জুড়ানোর শেষ আশ্রয়স্থল। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা পৃথিবীর সবার ভালোবাসার ওপরই; তা বলাই যায়।

যেমন ভারতের জাবালপুরের এই ছবিটিই এসব কথার প্রমাণ। হঠাৎ একটি বানর ছানা মারা যাওয়ার পর গগণবিদারী কান্নায় ভেঙে পড়ে মা বানরটি।

বানর ছানাটিকে কোলে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়া মা বানরটির এ দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন ৩১ বছর বয়সী ভারতীয় সাংবাদিক অভিনাশ লোধি। তিনি বলেন, এই ছবি আমার হৃদয়কে নাড়া দিয়েছে। আমার পুরো ফটোগ্রাফি জীবনে এ ধরনের কোনো ছবি দেখিনি।

‘এটি ছিল খুব দ্রুত ঘটে যাওয়া একটি ঘটনা। আমি জানতাম না কী ঘটতে যাচ্ছে। তবে যখন নিশ্চিত হলাম এই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে তার পর ঘণ্টাব্যাপী আমি নীরব ছিলাম।’ তিনি বলেন, ‘এটি একটি বিরল মুহূর্ত; বিশেষ করে প্রাণীদের ক্ষেত্রে।’


গো নিউজ২৪/এএইচ

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর