সত্যি কি এটা মৎস্যকন্যা? (ভিডিও)


প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৭, ০৯:০৯ পিএম
সত্যি কি এটা মৎস্যকন্যা? (ভিডিও)

মৎস কুমারী বা মৎসকন্যা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের বর্ণনাটি বিশ্বের নানা প্রান্তের রূপকথায় স্থান পেয়েছে। তবে কল্পনার এমন চরিত্র নিয়ে বিতর্কও রয়েছে। রয়েছে রহস্যও..।

একাধিক মানুষ নানা সময়ে এমন মৎস মানব কিংবা মৎস কুমারী দেখেছেন বলে দাবি করেছেন। আধুনিককালে ক্যামেরাবন্দিও করেছেন কেউ কেউ। তবে পৃথিবীতে সত্যিই মৎস মানবের অস্তিত্ব রয়েছে কিনা তা এখনও অজানা।  
মৎসকন্যা নিয়ে সাম্প্রতিক একটি ভিডিও আবারও বিতর্কের জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগরে এমনই এক মৎস কুমারীর দেখা পাওয়ার দাবি উঠেছে। সমুদ্রের তীরে দাঁড়িয়ে কেউ কেউ ভিডিও ক্যামেরায় তা ধারণও করেছেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হতেও দেরি হয়নি। তবে ভিডিওটি যারাই দেখেছেন তারাই প্রশ্ন তুলেছেন, যদি এটি মৎস মানব না হয়ে থাকে তবে এটা কি? অনেকে আবার মন্তব্য করেছেন, মৎস মানব যে রয়েছে এই ভিডিওটি তার বড় প্রমাণ।

গোনিউজ২৪/এম

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর