অজগরের পেটে মানুষের সন্ধান!


এক্সক্লুসিভ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৯, ২০১৭, ০৯:২৩ পিএম
অজগরের পেটে মানুষের সন্ধান!

ইন্দোনেশিয়ায় একটি অজগর সাপের পেটের ভেতরে আস্ত মানুষের সন্ধান পেয়েছে পুলিশ। আকবর নামের পঁচিশ বছর বয়সী মৃত ওই যুবক নিখোঁজ ছিলেন।

কর্তৃপক্ষ জানায়, সুলাওয়েসি দ্বীপের পাম বাগানে সে কাজ করত। রোববার কাজ শেষে স্থানটি ত্যাগ করার পর থেকে সে নিখোঁজ ছিল।

এই বিষয়ে পশ্চিম সুলাওয়েসি প্রদেশের পুলিশের এক মুখপাত্র জানান, সোমবার গ্রামবাসিরা তাদের কাছে অভিযোগ করে গত ২৪ ঘণ্টা যাবত আকবরের সন্ধান মিলছে না। একই সঙ্গে গ্রামবাসিরা জানায়, তাদের এলাকায় একটি অজগর সাপকে দেখা গেছে। সাপটি বড় কোনো প্রাণী খাওয়ায় কোনো নড়াচড়া করছে না।

পুলিশ তাই সেই এলাকায় অভিযানে নামে। তল্লাশির সময় গ্রামের ভেতরই অজগর সাপকে তারা দেখতে পান। ২৩ ফুট দীর্ঘ সাপটির পেট অস্বাভাবিকভাবে ফুলে থাকায় তাদের সন্দেহ হয়। সাপটিকে পরীক্ষা করে তাদের সন্দেহ আরও বদ্ধমূল হয়। ফলে সাপটিকে ধরে পেট কাটলে সব সন্দেহের অবসান ঘটে।  

পুলিশের ওই মুখপাত্র জানান, সাপটির পেটে আকবরকে মৃত অবস্থায় পাওয়া যায়। পৃথিবীর বড় সরীসৃপের মধ্যে অজগর সাপ অন্যতম। অজগর কোনো প্রাণীকে আহার করলে তার পুরো শরীরটাই সে গিলে ফেলে।

তবে মানুষকে খেয়ে ফেলার ঘটনা খুব কমই ঘটেছে। কখনও কখনও গৃহপালিত পশু কিংবা শিশু খেয়ে ফেলার নজির রয়েছে।

 

গো নিউজ২৪/আ ফ ম 

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর