ঝড় যখন মানুষকে উড়িয়ে নিয়ে যায়! (ভিডিও)


প্রকাশিত: মার্চ ২৯, ২০১৭, ১০:০০ এএম
ঝড় যখন মানুষকে উড়িয়ে নিয়ে যায়! (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৩ সালে বড়দিনের মরশুমে নরওয়েতে যেমন ঘটেছিল, ‘আইভার' নামের এক ঘূর্ণিঝড়ের কারণে৷ আলেসুন্ড নামের শহরটিতে মানুষজনকে কাত হয়ে হাঁটতে হয়েছে, যেন পাহাড়ে চড়ছেন!

আলেসুন্ডে একজন পথচারীকে ফুটপাথ থেকে উড়িয়ে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল ‘আইভার', তাও আবার চৌরাস্তার মোড়ে; এমনকি অ্যাম্বুলেন্স ডাকতে হয়েছিল৷ তারপর থেকে পুলিশ রাস্তাঘাটে মানুষজনের উপর নজর রাখে – যাতে কেউ চোট না পান৷

‘আইভার' পরে ট্রন্ডেলাগ শহরের দিকে যায় এবং সেখানে ২০ হাজার বাসিন্দার বিদ্যুৎ বিভ্রাট ঘটায় – অর্থাৎ তাদের নিষ্প্রদীপ অবস্থায় থাকতে হয়৷ বাস ও ফেরি চলাচল স্থগিত রাখা হয়৷

প্রায় আধ কোটি মানুষের দেখা এই ভিডিওটির মজা হলো এই যে, এখানে ‘আইভার' যেন স্টিভেনসনের কাহিনির সেই ইনভিজিবল ম্যান: তাকে দেখা যাচ্ছে না বটে, কিন্তু তার প্রতাপ উপলব্ধি করা যাচ্ছে৷ একদল তরুণি বা কিশোরী হেঁটে জেব্রা পার হতে গিয়ে আইভারের ঠেলায় প্রায় উল্টোদিকে যায় আর কি! স্বভাবতই তারা হেসে আকুল৷ পরে এক বয়স্ক ভদ্রলোক যখন পুলিশের সাহায্যে ‘বাতাস ঠেলে' অ্যাম্বুলেন্স অবধি পৌঁছালেন, তখন অবশ্য বোঝা গেল, পরিস্থিতি ঠিক কতটা সিরিয়াস৷

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর