সিনেমার কাহিনিকেও হার মানায় যে গল্প


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৭, ০১:৫১ পিএম
সিনেমার কাহিনিকেও হার মানায় যে গল্প

সেই ১৯৬২ সালের ঘটনা। ভারত-চীন যুদ্ধে অংশ নিয়েছিলেন চীনা সৈনিক ওয়াং কি। যুদ্ধ থামার পর এক রাতে ভুল করে সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিলেন ভারতের মাটিতে। দলছুট ওয়াং তখন অনেকটাই অসহায়। কাউকে চেনেন না, হিন্দি ভাষাও তার জানা নেই। স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রসের সদস্যরা বিপর্যস্ত ওয়াংকে উদ্ধার করে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেন।

আসাম থেকে শুরু করে দিল্লির বিভিন্ন জেলে বন্দি জীবন শেষে মুক্তি পান ছয় বছর পর ১৯৬৯ সালে। মুক্তি পাওয়ার পর চীনে ফিরতে চাইলেও ফেরার রাস্তা তখন বন্ধ। অগত্যা ভারতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ওয়াং। সুশীলা নামের এক নারীকে বিয়ে করে মধ্যপ্রদেশের একটি গ্রামে নতুন জীবন শুরু করেন।

গত অর্ধশতক ধরে বার বার চীনে ফেরার আবেদন জানিয়েও লাভ হয়নি। তবে শেষ বয়সে এসে ঠিকই জন্মভূমিতে ফিরতে পারলেন ওয়াং। আর এবার সঙ্গে করে নিয়ে যাচ্ছেন স্ত্রী সুশীলা, ছেলে বিষ্ণু, পুত্রবধূ নেহা এবং নাতনি কনককে।

পঞ্চাশ বছর পর দেশের মাটিতে পা রেখে আবেগে কেঁদে ফেললেন প্রাক্তন চীনা সৈনিক ওয়াং কি। নিজের দেশ ঘুরে আবারো ভারতে ফিরতে চাইলে তার জন্য ভিসার ব্যবস্থাও করেছে ভারত সরকার। আনন্দবাজার। 

গো নিউজ২৪/এএফ 

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর