বাড়িতে ক্রিসমাস সাপ!


প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০১৬, ০২:৫৬ পিএম
বাড়িতে ক্রিসমাস সাপ!

অস্ট্রেলিয়ায় ক্রিসমাস ট্রিতে ডোরাকাটা বিষধর সাপ। সাপটি রঙ বেরঙের ছিল বলে তা বর্ণিল ক্রিসমাস ট্রির সাথে প্রায় মিশে যায়। কিন্তু খুব কাছ থেকে দেখার পর বুঝা যায় এটি একটি বিষধর সাপ।

রোববার বাড়ির ক্রিসমাস ট্রিতে এই সাপ দেখে ওই বাড়ির একজন নারী। দেখার পর নিজেকে শান্ত রেখে সে পেশাদার সাপুড়েকে খবর দেয় এবং চুপচাপ অপেক্ষা করতে থাকে।

সাপুড়ে বেরি গোল্ডস্মিথ সোমবার এএফপিকে বলেন, ‘এটি ছিল টাইগার স্নেক। সাপটি অনেক বিষধর। তবে এ সাপকে আঘাত না করলে সাধারণত: এটি কাউকে ছোবল দেয় না।

বাড়ির দরজা খোলা থাকায় সম্ভবত এটি ভেতরে প্রবেশ করে ওই গাছে উঠে পড়ে। টাইগার স্নেক সাধারনত ১০ ফুট লম্বা হয়ে থাকে। উপকূলীয় এলাকায় এ সাপ বেশি দেখা যায়। বিশ্বের যে ২৫টি দেশে সবচেয়ে বেশি বিষধর সাপ পাওয়া যায় সেসব দেশের মধ্যে অস্ট্রেলিয়ার অবস্থান ২০তম।

গো নিউজ২৪/বিএইচএম 

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর