অবশেষে ভারতে যাওয়ার ভিসা পেলেন বিশ্বের স্থুলকায় নারী


এক্সক্লুসিভ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৬, ১০:৩১ পিএম
অবশেষে ভারতে যাওয়ার ভিসা পেলেন বিশ্বের স্থুলকায় নারী

অবশেষে বিশ্বের স্থূলকায় নারীর চিকিৎসার জন্য ভিসা দেওয়ার সিন্ধান্ত নিয়েছে ভারত।

 

জানা গেছে, ৩৬ বছরের মিশরীয় ওই নারী ভারতে চিকিৎসা করানোর জন্য আবেদন করেছিলেন। কিন্তু তা নাকচ হয়ে যায়। পরে তার চিকিৎসক টুইটারে এ ঘটনা জানালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভিসা দেওয়ার আশ্বাস দেন।

 

সোমবার মুম্বাইয়ের চিকিৎসক মুফি লাখদাওয়ালা সুষমা স্বরাজকে টুইটারে ইমান আহমেদ নামের মিশরীয় ওই নারীর কথা জানান। সেই দিনই মন্ত্রী তার আবেদনের উত্তর দেন। বর্তমানে কিডনির সমস্যা নিয়ে মন্ত্রী সুষমা স্বরাজও হাসপাতালে চিকিৎসাধীন।

 

প্রসঙ্গত, ৩৬ বছরের ইমানের ওজন বর্তমানে ৫০০ কিলোগ্রাম। আর এই ওজনের জন্য গত ২৫ বছর ধরে তিনি শজ্জাসায়ী এবং গৃহবন্দী হয়ে রয়েছেন। দিনের পর দিন ইমান যে রোগে ভুগছেন সেটির নাম এলিফেন্টটিয়েসিস। এই রোগের কারণে মানব শরীরে পানি জমতে শুরু করে। জন্মের সময় ইমানের ওজন ছিল ৫ কেজি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ওজন বাড়তে শুরু করে। মাত্র ১১ বছর বয়সে অসুস্থতার কারণে তাকে স্কুল ছাড়তে হয়। সেই থেকেই ইমান গৃহবন্দী হয়ে পড়েন। সূত্র:এই সময়

 

গো নিউজ২৪/জা আ 

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর