প্রেম হয় চতুর্থবার দেখায়


প্রকাশিত: নভেম্বর ২৭, ২০১৬, ১১:৩৬ এএম
প্রেম হয় চতুর্থবার দেখায়

গবেষকের দাবি, একজন মানুষ তার পুরো জীবনে চারবার প্রেমে পড়ে। প্রায় দুই হাজার মানুষের ওপর গবেষণাটি চালিয়েছে ‘সিমেন্স ফেস্টিভাল লাইটস’। অংশগ্রহণকারী প্রতি সাতজনের একজন জানান, তারা যার সঙ্গে ডেট করেছেন একে প্রেম মনে করেন না।

এর মধ্যে ৭৩ শতাংশ অংশগ্রহণকারী জানান, প্রথম প্রেম ভেঙে যাওয়ার পর তারা দ্বিতীয় প্রেমের পরিণতিতে বিয়ে করে ঘর বেঁধেছেন। আর ১৭ শতাংশ অংশগ্রহণকারী জানান, বিয়ের পর তারা অন্য কারো প্রেমে পড়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের হ্যামিল্টন কলেজের একদল অধ্যাপকের গবেষণার মতে, সাধারণত চতুর্থ বারের সাক্ষাতে প্রেমে পড়ি আমরা। অর্থাৎ ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ নয়, বাস্তবে ঘটে থাকে ‘লাভ অ্যাট ফোর্থ সাইট।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

গোনিউজ২৪/এমএইচএস

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর