বিশ্বের সবচেয়ে বড় গরু


প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৬, ১১:০১ এএম
বিশ্বের সবচেয়ে বড় গরু

বিশ্বের সবচেয়ে উঁচু গরুর নাম ড্যানিয়েল। নেদারল্যান্ডসের হোলস্টেন প্রজাতির গরু এটি। হোলস্টেন প্রজাতির ৬ ফুট ৪ ইঞ্চি উঁচু এই গরুর ওজন ২৬ মণের বেশি! প্রতিদিন চার বার খায় সে। তার প্রতিদিনের খাবার তালিকায় থাকে ১০০ পাউন্ড খড়, ১৫ পাউন্ড অন্য খাদ্য শস্য ও ১০০ গ্যালন পানি।

প্রতিদিন ১৫০ পাউন্ড গোবর ত্যাগ করে সে। তবে শরীর এতো বিশাল হলেও ড্যানিয়েল আসলে খুব নিরীহ এক গরু।

মালিক কেইন ফারলে বলেছেন, যখন ৬ মাস বয়সী ছিলো, তখনই আমরা বুঝতে পারি যে অস্বাভাবিকভাবে বড় হচ্ছে সে। ওই সময় বোতলে খাওয়ানো হতো তাকে। ছয় মাস পর আর বোতলে খেতে চাইতো না সে, হুট করেই বড় হয়ে গেল।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম পাঠানো হয়েছে, সবচেয়ে উঁচু গরু হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য। এর আগে সবচেয়ে উঁচু গরু ছিল আমেরিকারই ইলিনয় প্রদেশের ব্লোসম নামের এক গরু। তার উচ্চতা ছিলো ৬ ফুট ২ ইঞ্চি। গত বছর মে মাসে ১৩ বছর বয়সে মারা যায় সে। তাই বিশ্বের সবচেয়ে উঁচু গরুর খেতাবটা এখন ড্যানিয়েলই পাচ্ছে।

গোনিউজ২৪/এমএইচএস

এক্সক্লুসিভ বিভাগের আরো খবর