মিশা-জায়েদের পদত্যাগ চেয়ে মানববন্ধনে চলচ্চিত্র শিল্পীরা


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: জুলাই ১৯, ২০২০, ০৩:৫৪ পিএম
মিশা-জায়েদের পদত্যাগ চেয়ে মানববন্ধনে চলচ্চিত্র শিল্পীরা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের পদত্যাগ দাবিতে রাজপথে নেমেছেন চলচ্চিত্র শিল্পীরা। 

রোববার বেলা ১১টায় এফডিসির মূল গেটের সামনে ১৮৪ জন চলচ্চিত্র শিল্পী এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া ১৮৪ জন অভিনয় শিল্পীর অভিযোগ- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে তাদের ভোটাধিকার অন্যায়ভাবে কেড়ে নিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। এ সময় তারা ‘যে নেতা শিল্পীদের সম্মান করে না, তাকে আমরা চাই না’ বলে স্লোগান দেন। এর পাশাপাশি ভোটাধিকার ফেরত দেওয়ার দাবিও তোলেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, এই মিশা-জায়েদ অন্যায়ভাবে আমাদের সদস্যপদ বাতিল করেছে। আমরা নাকি কোনো শিল্পীই না। অথচ আমরাও সিনেমার অপরিহার্য অংশ। আমরা শিল্পী না হলে জায়েদ খান আবার কিসের শিল্পী?

তারা আরও বলেন, যারা সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেন তারাও শিল্পী, তারাও প্রতিটি সিনেমার অপরিহার্য অংশ। তাদের বাদ দিয়ে একবার সিনেমা ভাবুন তো! অথচ জায়েদ তাদের অপমান করলো। আমরা অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে আলোচনা করে আসছিলাম। কিন্তু জায়েদ কোনো কূল-কিনারা করেননি। এ সময় জায়েদ খানের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ তুলে ধরেন তারা।

এর আগে এফডিসির জহির রায়হান কালার ল্যাব হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র শিল্প রক্ষার দাবি তুলে বাংলাদেশ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮টি সংগঠন।

গো নিউজ২৪/আই

বিনোদন বিভাগের আরো খবর