যা ঘটেছিল গেম অব থ্রোনসের আগে 


বিনোদন ডেস্ক: প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৫:১৩ পিএম
যা ঘটেছিল গেম অব থ্রোনসের আগে 

মাস দেড়েক আগে শেষ হয়েছে ‘গেম অব থ্রোনস’ বা জিওটি’র শেষ সিজন। এর পরপরই শুরু হয়েছে প্রিক্যুয়েলের দৃশ্যায়ন।

প্রায় ৮ বছরের যাত্রায় শেষ হয় ‘গেম অব থ্রোনস’। অনেকে ভেবেছিলেন এরপর পুরোনো এপিসোডগুলো প্রথম থেকে দেখা ছাড়া উপায় নেই। কিন্তু নির্মাতাদের পরিকল্পনাটা ছিল অন্য রকম। সেই পরিকল্পনার আগেই ভাসা ভাসা জানা গিয়েছিল।

শেষ সিজনের আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল জিওটি’র প্রিক্যুয়েলের চিন্তা। সম্প্রতি শুরু হয়েছে শুটিং। তবে মূল সিরিজের চরিত্রগুলো থাকছে না নতুন এপিসোডে। কারণ প্রিক্যুয়েল হলো- গল্পের আগের গল্প।

ওয়েস্টেরসদের সিক্রেট থেকে হোয়াইট ওয়াকারদের অতীত, ইস্টের রহস্য থেকে স্টার্ক লেজেন্ড- এমন অনেক কিছু বিষয় রয়েছে যা নিয়ে ‘গেম অব থ্রোনস’ দর্শকেরই মনে প্রশ্নের উদয় হয়েছে। সেই অজানা অংশে আলো ফেলবে প্রিক্যুয়েল।

জানা গেছে, জিওটি’র এই সিজনের শুটিং হচ্ছে আয়ারল্যান্ডে। তবে লোকেশন থেকে শুরু করে গল্প গোপন রাখা হয়েছে।

জিওটি’র শুটিংয়ের কারণেই কয়েক বছরে বেলফাস্টের জনপ্রিয়তা বেড়েছে। আয়ারল্যান্ডের বহু দুর্গে হয়েছিল শুটিং, বিশেষ করে উইন্টারফেলের সিকোয়েন্সগুলো। প্রিক্যুয়েলে ওই পুরোনো সেটগুলোর কয়েকটি ব্যবহার করা হবে বলে জানা গেছে।

এখনো পর্যন্ত প্রিক্যুয়েলের আনুষ্ঠানিক নাম ঘোষণা করেনি এইচবিও। শোনা যাচ্ছে, আপাতত ‘ব্লাডমুন’ টাইটেল দিয়েই চলছে কাজ।

নাওমি ওয়াটস, জন সিম ও মিরান্ডা রিচার্ডসনকে পাওয়া যাবে প্রিক্যুয়েলে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কারা থাকছেন তা এখনো জানা যায়নি।

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর