চিত্রনায়ক সোহেল রানা সংকটাপন্ন 


বিনোদন ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ১০:৪২ এএম
চিত্রনায়ক সোহেল রানা সংকটাপন্ন 

বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা সোহেল রানা সিসিইউতে। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সিসিইউতে নেয়া হয়েছে। সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল দুপুর ১টার সময় তাকে সিসিইউতে নেওয়া হয়। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। ফুসফুস ৭০ ভাগ আক্রান্ত হয়েছে।

জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসকের পরামর্শ মত করোনাপরীক্ষা কারালে তিনি করোনা পজেটিভ হন।

বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ ছবির প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন মাসুদ পারভেজ। এটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত কাল্পনিক চরিত্র মাসুদ রানার একটি গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ ছবির নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। একই ছবির মাধ্যমে তিনি মাসুদ পারভেজ নামে পরিচালক হিসেবেও যাত্রা শুরু করেন।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি বহু কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান সোহেল রানা। ১৯৬১ সালে কলেজে পড়তেন সোহেল রানা। তখন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত। মুক্তিযুদ্ধের সময় ঝাঁপিয়ে পড়েন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। নাম লেখান বীর মুক্তিযোদ্ধাদের তালিকায়।

বিনোদন বিভাগের আরো খবর