‘স্কুল কেবিনেট নির্বাচনে শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধ শিখবে’  


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মার্চ ১৪, ২০১৯, ১১:০৪ এএম
‘স্কুল কেবিনেট নির্বাচনে শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধ শিখবে’  

গাজীপুর: মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে সকল শিশুরা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠবে বলে মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, এর মাধ্যমে সবাই মিলে কিভাবে সিদ্ধান্ত নিতে হয় সেটি শিখবে।

বৃহস্পতিবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শন করে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের মন্ত্রী বলেন, গত ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হচ্ছে। এই ধারাবাহিকতায় এবারো নির্বাচন হচ্ছে। আমি আশা করি এটি অব্যাহত থাকবে, যেসব স্কুল এর আওতার বাইরে আছে তারাও এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে।

এদিকে গাজীপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেবেকা সুলতানা জানান, এবার সারা জেলার ৩২০টি মাধ্যমি স্কুল, ১০০টি দাখিল মাদ্রাসায় ৮টি পদের বিপরীতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হচ্ছে। এসব প্রতিষ্ঠানে ৮৭ হাজার ৭৩২জন ছাত্র এবং ৯৫ হাজার ২২৪জন ছাত্রী ভোট প্রয়োগ করছেন।

গো নিউজ২৪/এমআর

শিক্ষা বিভাগের আরো খবর