প্রশ্নফাঁসে ৩০০ মোবাইল নম্বর চিহ্নিত, অভিযানে পুলিশ 


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০১৮, ০৮:২০ পিএম
প্রশ্নফাঁসে ৩০০ মোবাইল নম্বর চিহ্নিত, অভিযানে পুলিশ 

ঢাকা : প্রশ্নফাঁসে ব্যবহৃত ৩০০ মোবাইল নম্বর চিহ্নিত করেছে প্রশ্নফাঁস মূল্যায়ন কমিটি। এসব নম্বর সনাক্তের মাধ্যমে প্রশ্নফাঁসের সাথে জড়িতদের ধরতে মাঠে নামছে পুলিশ।

এই নম্বরধারীদের অধিকাংশ ছাত্র-ছাত্রী, যারা মেডিকেল, ইঞ্জিনিয়ারিংয়ে, কম্পিউটার সায়েন্সে পড়েন এবং এদের অভিভাবকরাও আছেন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রশ্নফাঁস মূল্যায়ন কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রশ্নফাঁস মূল্যায়ন কমিটির আহ্বায়ক কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর। সভায় পুলিশ, র‌্যাবের সদস্যসহ কমিটির ১১ সদস্য উপস্থিত ছিলেন।

সচিব জানান, যাদের মোবাইল নম্বর পাওয়া যাবে সে অভিভাবক হোক, ছাত্র-ছাত্রী, শিক্ষক হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরীক্ষা আইন এবং সাইবার অপরাধের আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

তিনি বলেন, প্রশ্নফাঁস নিয়ে এ পর্যন্ত চারটি মামলা হয়েছে। কাউকে ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে ১৪ জনকে আইনশৃঙ্খলাবাহিনী গ্রেফতার করেছে। অরো গ্রেফতারের প্রক্রিয়া চলছে। শুধু গ্রেফতার নয়, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

গো নিউজ২৪/আই

এ সম্পর্কিত আরও সংবাদ


শিক্ষা বিভাগের আরো খবর