দিনাজপুর বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সূচি প্রকাশ


বিএস প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২২, ০২:২১ পিএম
দিনাজপুর বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সূচি প্রকাশ

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলমান এসএসসি পরীক্ষার গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান এবং রসায়ন বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। গত ২১ সেপ্টেম্বর বুধবার দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আজ বৃহস্পতিবার দুপরে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়া পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়েছে।

নতুন সময়সূচী অনুযায়ী গণিত (১০৯) কোর্সের পরীক্ষা ২২ সেপ্টেম্বরের পরিবর্তে অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। কৃষিবিজ্ঞান (তত্ত্বীয়) (১৩৪) বিষয়ের পরীক্ষা ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১১ অক্টোবর, পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) (১৩৬) বিষয়ের পরীক্ষা ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ১২ অক্টোবর এবং রসায়ন (তত্ত্বীয়) (১৩৭) বিষয়ের পরীক্ষা ২৬ সেপ্টেম্বরের পরিবর্তে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা ১০ থেকে ১৫ অক্টোবরের পরিবর্তে ১৫ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে।  

গোনিউজ২৪

শিক্ষা বিভাগের আরো খবর