সড়কে আর দেখা যাবে না এনা পরিবহন


নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২০, ০৭:৫২ পিএম
সড়কে আর দেখা যাবে না এনা পরিবহন

ফেনীতে স্টার লাইন পরিবহনের কাছে নিজেদের সবগুলো বাস বিক্রি করে দিয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছে এনা পরিবহন।  

সোমবার (২৮ সেপ্টেম্বর) এনা পরিবহন তাদের বাসগুলোকে স্টার লাইনকে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। এনা পরিবহনের মালিক খোন্দকার এনায়েত উল্লাহ ও স্টার লাইন পরিবহনের পরিচালক মাইন উদ্দিনের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।

এনা পরিবহনের মালিক খোন্দকার এনায়েত উল্লাহ জানান, অব্যাহত লোকসানের কারণে তিনি ফেনী থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। ফেনী-ঢাকা রুটে তাদের ৩৪টি বাস চলাচল করতো, সবগুলো স্টার লাইনের কাছে বিক্রি করে দিয়েছেন।

তিনি আরো জানান, এনার ছাগলনাইয়ার বাস টার্মিনালাটিও কিনে নেয় স্টার লাইন পরিবহন। প্রতিমাসে ১৫ থেকে ১৬ লাখ টাকা লোকশান গুনছিলেন তারা।  

স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন বলেন, এনা পরিবহন ইতোমধ্যেই তাদের বাসগুলো স্টার লাইনকে বুঝিয়ে দিয়েছে। এনা পরিবহন ফেনীতে ব্যবসা পরিচালনা করতে এসেছিল, কিন্তু অব্যাহত লোকসানের কারণে তা টিকিয়ে রাখা সম্ভব না হওয়ায় স্টার লাইনের কাছে তাদের বাসগুলো বিক্রি করতে চায়। স্টার লাইন এতে সম্মত হয়ে বাসগুলো কিনে নেয়।  

মাইন উদ্দিন আরো জানান, স্টার লাইন দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। আগামীতেও মানুষকে সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন তারা।  

অর্থনীতি বিভাগের আরো খবর