চালের দাম কমানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর  


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৯, ০৬:৫১ পিএম
চালের দাম কমানোর আশ্বাস বাণিজ্যমন্ত্রীর  

গোপালগঞ্জ: দেশের বাজারে চালের দাম আগামী এক সপ্তাহের মধ্যেই কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান নবনিযুক্ত বাণিজ্যমন্ত্রী।

এ সময় টিপু মুনশি বলেন, নির্বাচনের জন্য মাঝখানে ২/৩ দিনের যানবাহনে সমস্যা ছিল। এ কারণে চালের দাম বেড়েছে। আমি ও খাদ্যমন্ত্রী গতকাল মিল মালিক, ধান ব্যবসায়ীসহ অন্যান্যদের সাথে বসেছিলাম। তারা কথা দিয়েছে সপ্তাহ খানেকের মধ্যে চালে দাম কমে আসবে।

এ মাসে চালের দাম আর বাড়েনি একথা উল্লেখ করে তিনি বলেন, মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে। চিকন চালের দাম কিছুটা বেড়েছে। আমাদের দেশের সাধারণ মানুষ মোটা চাল খায়। এ কারণে আমাদের সব সময় টার্গেট থাকে মোটা চালের দাম স্থিতিশীল রাখা। সেটা আছে। তারপরও আমরা চালের দাম নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছি। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।

গো নিউজ২৪/এমআর

অর্থনীতি বিভাগের আরো খবর