ঘরে বসেই সংগ্রহ করুন বাণিজ্য মেলার টিকিট


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৯, ২০১৯, ১২:৩৬ পিএম
ঘরে বসেই সংগ্রহ করুন বাণিজ্য মেলার টিকিট

ঢাকা: মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে বিকেলে। বুধবার দুপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদ মেলার উদ্বোধন করবেন। এরপরেই দর্শনার্থীদের জন্য বিকেলে ৩টার পরে মেলার মূল ফটক খুলে দেয়া হবে।

এবারের মেলায় কয়েকশ দেশীয় প্রতিষ্ঠানসহ ২৫টি দেশের ৫২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ বছর প্রাপ্ত বয়স্কদের বাণিজ্য মেলায় প্রবেশে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা, আর প্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই মেলা।

প্রথমবারের মতো ঘরে বসেই এবার সংগ্রহ করা যাবে বাণিজ্যমেলার টিকিট। দেশের যে কোন স্থান থেকে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্যবহার করে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ও ডেবিট কার্ডের মাধ্যমে মেলায় প্রবেশের টিকিট কেনা যাবে। ওয়েবসাইটের ঠিকানা www.e-ditf.com এবং মোবাইল অ্যাপ E-DITF পাওয়া যাবে প্লে স্টোরে।

তবে এজন্য দর্শনার্থীদের প্রতিটি টিকটের জন্য নির্ধারিত মূল্যের অতিরিক্ত ২ টাকা দিতে হবে।

গো নিউজ২৪/এমআর

 

 

 

 

 

 

 

অর্থনীতি বিভাগের আরো খবর