ড. কামালের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে এনবিআর


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৮, ০৪:০১ পিএম
ড. কামালের ব্যাংক হিসাব খতিয়ে দেখছে এনবিআর

ঢাকা: ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের কর ফাঁকির অভিযোগ ব্যাংক হিসাব খতিয়ে দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনের সম্মেলন কক্ষে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।

ড. কামালের কর ফাঁকির বিষয়ে দুদকের দেওয়া এক চিঠির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, এ বিষয়ে আমরা কাজ করছি। এটা একটু সময় লাগে। ব্যাংক সার্চ দেওয়া। এখন আপনারা নিজেরাই বুঝেন, এ মুহূর্তে যদি আমরা খুব খড়গহস্ত হয়ে যাই, তাহলে অনেকেই ভাববে উনি বিরোধী দলের হয়ে ইলেকশন করছে, এই জন্য ওনাকে ধরা হচ্ছে। যাই হোক এই প্রক্রিয়াটি চালু আছে।

নির্বাচন আছে বলেই কী ছাড় দিচ্ছেন, সাংবাদিকদের এমন আরেক প্রশ্নে এনবিআর চেয়ারম্যান বলেন, না না ছাড় দিচ্ছি না। সিচুয়েশনটা যাতে ওই লাইনে না যায়।

গো নিউজ২৪/এমআর  

 

অর্থনীতি বিভাগের আরো খবর