এখনো দরিদ্র ৩ কোটি মানুষ: অর্থমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৮, ০২:১১ পিএম
এখনো দরিদ্র ৩ কোটি মানুষ: অর্থমন্ত্রী

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছে, আমরা প্রতিবছর দুই শতাংশ হারে দরিদ্র কমাতে এখনো সক্ষম হইনি। এ কারণে বর্তমানে দেশে দরিদ্র মানুষের সংখ্যা ৩ কোটি। এর মধ্যে ১ কোটি হচ্ছে হতদরিদ্র।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন ২০১৮ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

মুহিত বলেন, আমাদের বর্তমান সরকারের টার্গেট হচ্ছে আগামী ১০ বছরের মধ্যে দেশে কোনো দরিদ্র থাকবে না। তবে এমন নয় যে একেবারে দরিদ্র শেষ হয়ে যাবে। দেশের বিভিন্ন স্থানে কিছুটা হলেও দরিদ্র থাকে।

অর্থমন্ত্রী বলেন, দরিদ্র কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। তাই আমাদের কাজ হচ্ছে সেই কার্যক্রমগুলো যথাযথভাবে করা।

গো নিউজ২৪/এমআর  

অর্থনীতি বিভাগের আরো খবর