শতভাগ কারখানায় বেতন-বোনাস দেয়া হয়েছে : বিজিএমইএ


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: আগস্ট ২০, ২০১৮, ০৬:০২ পিএম
শতভাগ কারখানায় বেতন-বোনাস দেয়া হয়েছে : বিজিএমইএ

ঢাকা : ঈদুল আজহার আগে সব পোশাক কারখানায় বেতন ও বোনাস দেয়া হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

সোমবার এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ-এর প্রথম সহ-সভাপতি মইনুদ্দিন আহমেদ মিন্টু বলেন, জুলাই মাসের বেতনভাতা আর বোনাস প্রায় শতভাগ কারখানায় দেয়া হয়েছে। এখন পর্যন্ত  ঈদের ছুটি প্রাদন করা হয়েছে ৯০ শতাংশ কারখানায়। আজকের মধ্যেই অবশিষ্ঠ কারখানাগুলোতে ছুটি প্রদান করা হবে। 

তিনি বলেন, মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতে অধিকাংশ কারখানায় আগস্ট মাসের অগ্রিম ১০ থেকে ১৫ দিনের বেতন পরিশোধ করা হয়েছে। 

বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি এস এম মান্নান,  সহ-সভাপতি মোহাম্মদ নাছির প্রমুখ।

 

গো নিউজ২৪/আই

অর্থনীতি বিভাগের আরো খবর