আর বাড়ছে না আয়কর রিটার্ন দাখিলের সময়


প্রকাশিত: নভেম্বর ৩০, ২০১৫, ০৭:৫৬ এএম
আর বাড়ছে না আয়কর রিটার্ন দাখিলের সময়

আজ সোমবার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। রিটার্ন দাখিলের সময় আর বাড়ানো হচ্ছে না।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, এর আগে আয়কর রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়। তবে এবার আর সময় বাড়ানো হবে না। ৩০ নভেম্বরই রিটার্ন দাখিলের শেষ দিন।

যদিও বরাবরের মতো এবারও ব্যবসায়ীদের পক্ষ থেকে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর দাবি করা হয়েছে বলে এনবিআর সূত্রে জানা যায়।

চলতি ২০১৫-১৬ অর্থ বছরে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা। এর মধ্যে আয়করে ৬৫ হাজার ৯৩২ কোটি, ভ্যাটে থেকে ৬৩ হাজার ৯০২ কোটি ও শুল্কে ৪৬ হাজার ৫৩৬ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জা/আ

 

অর্থনীতি বিভাগের আরো খবর