গ্রামীন ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও, ৩ কর্মী আটক


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৫, ২০১৮, ১২:৫২ পিএম
গ্রামীন ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও, ৩ কর্মী আটক

গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় ঘেরাও ও বিক্ষোভের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন কর্মীকে আটক করেছে মিরপুর থানা পুলিশ।

রোববার সকালে চাকরি স্থায়ী করার দাবিতে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে বিক্ষোভ শুরু করেন ব্যাংকের পিয়ন কাম গার্ডসহ চতুর্থ শ্রেণির কর্মচারীরা। সেখান থেকেই তাদের আটক করা হয়।

আটককৃত তিনজন হলেন গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণির কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক আজিজুল হক বাবলু, নির্বাহী পরিষদ সদস্য এরাদুল ও শাহীন।

এ প্রসঙ্গে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে।

কর্মসূচিতে আসা কর্মীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে গ্রামীণ ব্যাংকে পিয়ন কাম গার্ড হিসেবে কাজ করছেন। চাকরির ৯ মাস পর স্থায়ীকরণের কথা নিয়োগ বিধিতে বলা থাকলেও তাদের ক্ষেত্রে এ বিধান মানা হচ্ছে না। উপরন্তু গ্রামীণ ব্যাংক কর্মকর্তাদের দ্বারা হয়রানি, কারণ ছাড়াই কাজে যোগদানে বাধা, বিনা বিশ্রামে ২৪ ঘণ্টাসহ নানা ধরনের অমানবিক আচরণের শিকার হচ্ছেন।

তারা দাবি জানান, বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী বেতন-ভাতা দিতে হবে, গ্রামীণ ব্যাংকের নিয়মানুযায়ী বেতন-ভাতা, প্রভিডেন্ট ফান্ড ও পেনশন দিতে হবে।

গো নিউজ২৪/এমআর

 

অর্থনীতি বিভাগের আরো খবর