আবারো কমলো স্বর্ণের দাম


প্রকাশিত: নভেম্বর ৮, ২০১৫, ১০:০৩ পিএম
আবারো কমলো স্বর্ণের দাম

ঢাকা: মাত্র তিন সপ্তাহের ব্যবধানে আবারো কমলো স্বর্ণের দাম। রবিবার বাংলাদেশ জুয়েলারি সমিতি-বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আগামী ৯ নভেম্বর থেকে নতুন দর কার্যকর হবে। এবার প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ২২৪ টাকা।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৩ হাজার ৭৪০ টাকা থেকে কমে গিয়ে হবে ৪২ হাজার ৫১৫ টাকা। অর্থাৎ ভরিতে কমেছে প্রায় ১ হাজার ২২৪ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৪১ হাজার ৬৪০ টাকা থেকে হবে ৪০ হাজার ৪১৫ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের নতুন দাম পরবে ৩৩ হাজার ৭৬৭ টাকা যা বর্তমানে ৩৪ হাজার ৯৯২ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি সোমবার থেকে হবে ২২ হাজার ৬৮৬ টাকা, বর্তমানে যার দাম ২৩ হাজার ৯১১ টাকা। 


বাংলাদেশ জুয়েলার্স সমিতি বরাবরের মতোই সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে স্বর্ণের দাম হ্রাসের সিদ্ধান্তটি নিয়েছে।

বাংলাদেশ সময়ঃ ২১৪০ ঘন্টা, ০৮ নভেম্বর ২০১৫

অর্থনীতি বিভাগের আরো খবর