মোটামুটি স্বস্তিতে কাঁচা বাজার তবে কথা রাখেননি মাংস বিক্রেতারা


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: মে ২৫, ২০১৮, ০১:০৬ পিএম
মোটামুটি স্বস্তিতে কাঁচা বাজার তবে কথা রাখেননি মাংস বিক্রেতারা

ঢাকা :  রমজান মাস উপলক্ষ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশন রাজধানীতে মাংসের (গরু, মহিষ ও ছাগল) দাম নির্ধারণ করে দিলেও তা মানছেন না ব্যবসায়ীরা। তারা ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত দাম থেকে বেশি টাকা নিচ্ছেন। 

শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে দেশি গরুর মাংস প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪৭০-৫০০ টাকা কেজি দরে। যদিও গরুর মাংস ৪৫০ টাকা, বিদেশি বোল্ডার গরুর মাংস ৪২০ টাকা, মহিষের মাংস ৪২০ টাকা এবং খাসির মাংস ৭২০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছিল।

অন্যদিকে রমজানের আগে রাজধানীর বাজারগুলোতে পেঁয়াজের দাম একলাফে পঞ্চাশের কোঠায় পৌঁছালেও সপ্তাহ ব্যবধানে কমতে শুরু করেছে এই পণ্যটির দাম। 

বাজার ঘুরে দেখা যায়, পাইকারি ও খুচরা বাজারে প্রতি কেজিতে পেঁয়াজে দাম কমেছে ৮ থেকে ১০ টাকা। ব্যবসায়ীরা বলছেন আমদানি বাড়ার ফলে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গত সপ্তাহে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০ টাকায় যা এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়। আর আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

এদিকে দাম বাড়ার তালিকায় রয়েছে টমেটো, লাউ, করলা, পটল, ঢেঁড়স, বরবটিসহ বেশ কয়েকটি সবজির।

গত সপ্তাহে ৩৫-৪০ টাকা কেজি বিক্রি হওয়া পটলের দাম বেড়ে হয়েছে ৪০-৫০ টাকা। ৪০-৫০ টাকা কেজি বিক্রি হওয়া টমেটোর দাম বেড়ে এখন ৬০-৭০ টাকা। করলা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ছিল ৪৫-৫০ টাকা।

লাল শাক, সবুজ ডাটা শাক, পাট শাক, কলমি শাক বিক্রি হচ্ছে ১০-১৫ টাকা আঁটি, যা আগের সপ্তাহে ৫-১০ টাকা আঁটি ছিল। আর ২০-২৫ টাকা আঁটি বিক্রি হওয়া পুইশাক ও লাউ শাক বেড়ে হয়েছে ৩০-৩৫ টাকা।

কাঁচামরিচের দাম বেড়ে ১৫-২০ টাকা পোয়া (২৫০ গ্রাম) বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহে ছিল ১০-১৫ টাকা পোয়া।

 

গো নিউজ২৪/আই

অর্থনীতি বিভাগের আরো খবর