বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম


আর্ন্তজাতিক ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০১৮, ১২:৫৩ পিএম
বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য যুদ্ধের অবসান ঘটছে। দুই দিন আগে মার্কিন ও চীন কর্তৃপক্ষ থেকে এ খবর প্রকাশিত হওয়ার পর বিশ্ববাজারে তেজ হারিয়েছে স্বর্ণের বাজার।

রয়টার্সের খবরে বলা হচ্ছে, বাণিজ্য যু্দ্ধ পরিস্থিতি শিথিল ও ডলার শক্তিশালী হওয়ার জেরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ৫ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

সোমবার দুপুরের দিকে স্পট গোল্ডের দাম দশমিক ৬ শতাংশ কমে আউন্স প্রতি এক হাজার ২৮৩ ডলারে কেনাবেচা হয়। যা দিনের এক সময় আরও দুই ডলারে কমেছিল। এদিকে আগামী জুনে ডেলিভারি হতে যাওয়া ইউএস গোল্ড বিক্রি হয় দশমিক ৭ শতাংশ কমে এক হাজার ২৮২ ডলারে।

স্বর্ণের বাজার বিশ্লেষণকারী সংবাদ সংস্থা বুলিয়ন ভল্টের তথ্যানুযায়ী, গেলো সপ্তাহে আন্তর্জাতিক বাজারে এক আউন্স স্বর্ণ ছিল এক হাজার ৩২১ ডলার। এর আগে এপ্রিলের মাঝামাঝিতে যা ছিল এক হাজার ৩৫০ ডলার। অর্থাৎ মাত্র এক মাসে এ বাজারে দাম কমেছে প্রায় ৭০ ডলার।

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্বর্ণের দাম সমন্বয় করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি- বাজুস। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলে দেশের বাজারেও কমানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার ধারা বজায় থাকলে দেশের বাজারেও শিগগির দাম কমতে পারে।

গো নিউজ২৪/এমআর

অর্থনীতি বিভাগের আরো খবর