নতুন মৌসুমের নতুন সবজি বাজারে, দাম একটু বেশি


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ১৬, ২০১৮, ১১:২১ এএম
নতুন মৌসুমের নতুন সবজি বাজারে, দাম একটু বেশি

ঢাকা : বাজারে আসতে শুরু করেছেন নতুন মৌসুমের নতুন সবজি। তবে দাম একটু চড়া। শীত মৌসুম শেষ হয়েছে এখনও বেশি দিন হয়নি। এর মধ্যেই নতুন করে বাজারে আসতে শুরু করেছে তিতকরলা, ঢ্যাঁড়স ও ঝিঙেসহ বেশ কিছু সবজি। 

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজার ভেদে ঢ্যাঁড়স ৬০ টাকা, ঝিঙে ৬০ ও তিতকরলা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন সবজি হওয়ায় ক্রেতারাও কিনছেন আগ্রহ নিয়ে। সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকায় দাম বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা।

এছাড়া বাজারে অন্যান্য সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। চিচিঙা কেজি ২০ টাকা, টমেটো ১৫ টাকা, কাঁচামরিচ ২৫ টাকা, বেগুন ২০ টাকা, দেশি আলু ৩০ টাকা, বরবটি ৩০ টাকা, শিমের বিচি ৫০ ও গাজর ২০ টাকা বিক্রি হচ্ছে।

মাছের বাজারে তেলাপিয়া কেজি ১৪০ টাকা, মৃগেল মাছ ২২০ টাকা, পোয়া মাছ ১৫০ টাকা,  কার্প মাছ ১২০ ও চিংড়ি মাছ আকার ভেদে ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতিকেজি গরুর মাংস ৪৮০-৫০০, ফার্মের মুরগি ১২০ ও দেশি মুরগি ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে।

 

গো নিউজ২৪/আই

অর্থনীতি বিভাগের আরো খবর