কর ফাঁকির ১০ কোটি টাকা পরিশোধ করলো রবি


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ৪, ২০১৮, ০৮:১৬ পিএম
কর ফাঁকির ১০ কোটি টাকা পরিশোধ করলো রবি

ঢাকা : অবশেষে মূল্য সংযোজন কর (ভ্যাট/মূসক) বাবদ পাওনা প্রায় ১৯ কোটি টাকার মধ্যে ১০ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে বেসরকারি মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। 

রোববার এ টাকা জমা দেওয়া হয়েছে বলে এলটিইউ ভ্যাটের সহকারী কমিশনার বদরুজ্জামান নিশ্চিত করেছেন। বাকি পাওনা টাকা রবি পর্যায়ক্রমে পরিশোধ করবে বলেও জানান তিনি।

এর আগে ভ্যাট ফাঁকির অভিযোগে রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ রাখা সংক্রান্ত এনবিআর করা আবেদনটি নিষ্পত্তি করে হাইকোর্টের আপিল বিভাগ।

গত ২৭ ফেব্রুয়ারি মূল্য সংযোজন কর ফাঁকির অভিযোগে মোবাইল ফোন অপারেটর রবির সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দে এনবিআরের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

গত ২৬ ফেব্রুয়ারি ভ্যাট ফাঁকির অভিযোগে রবির ব্যাংক অ্যাকাউন্টগুলো তিন দিনের জন্য জব্দ রাখতে সব ব্যাংককে নোটিশ দেয় এনবিআর।

প্রায় ১৯ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকির অভিযোগে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে ওই চিঠি পাঠানো হয়।

 

গো নিউজ২৪/আই

অর্থনীতি বিভাগের আরো খবর