ঋতু পরিবর্তনের প্রভাব কাঁচাবাজারে, সবজির দাম চড়া


নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: মার্চ ২, ২০১৮, ১১:১৮ এএম
ঋতু পরিবর্তনের প্রভাব কাঁচাবাজারে, সবজির দাম চড়া

ঢাকা : ঋতু পরিবর্তনের প্রভাব পরতে শুরু করেছে কাঁচা বাজারে। শুক্রবার রাজধানীর বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে দেখা গেছে অধিকাংশ সবজির দাম তুলনামূলক চড়া। শীত শেষ হওয় যাওয়ায় দাম একটু বেশি বলছেন বিক্রেতারা।

রাজধানীর বাজারে আজ প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৫০ টাকা, মিস্টি কুমড়া ৬০ পিস, করলা ১০০, আলু ২৫ কেজি,  ফুলকপি ৩০, পাতাকপি ২৫, খিরা ৪০, পেপে ৩০, বেগুন ৬০, গোল বেগুন ২৫, কাঁচাকলা ৩০ হালি, ঝিঙ্গা ১০০ টাকা, তবে কমেছে টমেটোর দাম। এছাড়া শিম ৫০ টাকা, চিচিঙ্গা ৬০, গাজর ৩০, বরবটি ১০০, মটরশুটি ৫০, মরিচ ৮০ দরে বিক্রি হচ্ছে।

বড় লেবু বিক্রি হচ্ছে ৬০/৭০ টাকা হালিতে, আর দেশি ছোট ৪০/৫০ টাকা হালি।

পেয়াজ বিক্রি হচ্ছে ৫৫/৫০ টাকায়, ইন্ডিয়ান রসুন ১২০, দেশি রসুন ৮০ টাকা, আদা ১২০/৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ভোজ্য তেলের দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে মাছের বাজারে তুলনামূলক স্বস্তি লক্ষ্য করা গেছে। রুই ২৪০ টাকা কেজি, তেলাপিয়া ১৩০, কাতলা ২৬০, ইলিশ জোড়া (ছোট) ১০০০, বড় ২ হাজার টাকা, টেংরা কেজি ৪০০ থেকে ৬০০, চিতল ৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের দামও আগের মতোই রয়েছে, ডজন ৭৫ টাকা। 

ব্রয়লার মুরগির কেজি ১৩০, দেশি (বড়) মুরগি পিস ৩৫০ টাকা, কক ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরু ৪৭০ টাকায় এবং খাসির মাংস ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

গো নিউজ২৪/আই

অর্থনীতি বিভাগের আরো খবর