পুঁজিবাজারে ব্যাপক দরপতন: ডিএসইতে জরুরি বৈঠক


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০১৮, ০৩:৪১ পিএম
পুঁজিবাজারে ব্যাপক দরপতন: ডিএসইতে জরুরি বৈঠক

ব্যাপক দরপতনের মুখে সংশ্লিষ্ঠ বিভিন্ন পক্ষকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

রোববার বেলা সাড়ে ৩টায় মতিঝিলে ডিএসইর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডিএসই উপ-মহাব্যস্থাপক শফিকুর রহমান।

ডিএসইর উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়া বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের নেতারা এবং শীর্ষ ব্রোকারেজ হাউজের কর্মকর্তারা বৈঠকে অংশ নেবেন।

চলমান দরপতনের ধারায় রোববার ডিএসইতে অন্তত বছরের মধ্যে সর্বোচ্চ দরপতন হয়েছে। এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯১ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। এদিন ডিএসইতে ৩৬৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৩৫ কোটি ৪৪ লাখ টাকা বেশি। বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২৯ কোটি ৪৫ লাখ টাকা।

এ নিয়ে গত পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনেই সূচক কমেছে প্রায় ৩২২ পয়েন্ট।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৬ কোটি ৬৩ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২১৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির শেয়ার দর।

এসময় লেনদেনে থাকা বেশিরভাগ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দাম কমেছে। সিএসইতে হাতবদল হওয়া ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির।

গো নিউজ২৪/এমআর

অর্থনীতি বিভাগের আরো খবর