বেসিক ব্যাংকের সাবেক এমডি-ডিএমডি’র সম্পদ অনুসন্ধানের নির্দেশ


প্রকাশিত: জানুয়ারি ১০, ২০১৮, ০৭:৫২ পিএম
বেসিক ব্যাংকের সাবেক এমডি-ডিএমডি’র সম্পদ অনুসন্ধানের নির্দেশ

ঢাকা : অর্থ কেলেঙ্কারির ঘটনায় বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলাম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহানের সম্পদের তথ্য অনুসন্ধান করার জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার এক মামলায় ফজলুস সোবহানকে জামিন দিয়ে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান ও সৈয়দ মামুন মাহবুব। অন্যদিকে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ।

উল্লেখ্য, বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ২০১৫ সালে মতিঝিল, পল্টন ও গুলশান থানায় ১৫৬ জনকে আসামি করে ৫৬টি মামলা করে দুদক। ১৫৬ জন আসামির মধ্যে বেসিক ব্যাংকের কর্মকর্তা ২৬ জন। বাকি ১৩০ জন আসামি ঋণগ্রহীতা ৫৪ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও সার্ভে প্রতিষ্ঠানের।

এর মধ্যে ব্যাংকের সাবেক এমডি কাজী ফখরুল ইসলামের বিরুদ্ধে ৪৮টি, ডিএমডি ফজলুস সোবহানকে ৪৭টি, কনক কুমার পুরকায়স্থকে ২৩টি এবং ডিএমডি এ মোনায়েম খানকে ৩৫টি মামলায় আসামি করে দুদক। পরবর্তীতে আরও মামলা হয়।

গো নিউজ২৪/আই

অর্থনীতি বিভাগের আরো খবর