এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৭, ০৩:৩৯ পিএম
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের এমডিকে অপসারণ

এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান মুজিবর রহমানকে অপসারণ করেছেন কেন্দ্রীয় ব্যাংক।অনিয়ম ও দুর্নীতির দশ অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে অপসারণ করা হয়। আগামী দুই বছর কোনো ধরনের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে তার যোগ দেওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গভর্নর ফজলে কবিরের এই নির্দেশ বুধবার সকালে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা জানিয়েছেন।

তিনি বলেন, দেওয়ান মুজিবর রহমানের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করেছিল। তদন্তে দেখা গেছে, অনেক বোর্ড সভায় পরিচালকদের অনুপস্থিতি সত্ত্বেও বিধি বহির্ভূতভাবে ঋণ অনুমোদন করা হয়েছে। সব মিলিয়ে দশটি গুরুতর অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়ার পরই কেন্দ্রীয় ব্যাংক এনআরবি কমার্শিয়ালের এমডিকে অপসারেণের এই নির্দেশ দিয়েছে বলে শুভঙ্কর সাহা জানান।

গোনিউজ২৪/কেআর

অর্থনীতি বিভাগের আরো খবর