ইসলামী ব্যাংকের উদ্যোগে মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা


নিউজ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৭, ০৭:৩৫ পিএম
ইসলামী ব্যাংকের উদ্যোগে মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে বরিশাল জেলার সকল তফসিলি ব্যাংকের প্রতিনিধিদের অংশগ্রহণে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর ইসলামী ব্যাংক বরিশাল জোন অফিসে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স  ইউনিট (বিএফআইইউ) এর ডেপুটি হেড মিজানুর রহমান জোদ্দার।

ইসলামী ব্যাংক বরিশাল জোনপ্রধান মো. আবদুস সালামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডি-ক্যামেলকো জামাল উদ্দিন।

রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন বিএফআইইউ-এর উপ-মহাব্যবস্থাপক এবিএম জহুরুল হুদা, যুগ্ম পরিচালক মোহাম্মদ শফিকুল ইমদাদ ও উপ-পরিচালক মো. রোকন-উজ-জামান প্রমুখ।

গোনিউজ২৪/কেআর
 

 

অর্থনীতি বিভাগের আরো খবর