ইসলামী ব্যাংকের সাথে ভারতের এসএএস ইনস্টিটিউট এর চুক্তি স্বাক্ষর


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৭, ০৪:১৭ পিএম
ইসলামী ব্যাংকের সাথে ভারতের এসএএস ইনস্টিটিউট এর  চুক্তি স্বাক্ষর

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লেনদেন পর্যবেক্ষণে প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান ভারতের এসএএস ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশের থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেড এর সাথে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ইসলামী ব্যাংক টাওয়ারে চুক্তি স্বাক্ষর হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহ্বুব-উল-আলম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো: হাবিবুর রহমান ভূঁইয়া, এফসিএ ও মু. শামসুজ্জামান, থাকরাল ইনফরমেশন সিস্টেম লিমিটেড এর প্রধান নির্বাহী বাসাব বাগচি, এফসিএ, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হারুন-উর-রশিদ খান, জেনারেল ম্যানেজার জয়জিৎ চৌধুরী ও এসএএস ইনস্টিটিউটের সহযোগী পরিচালক গুরুপ্রকাশ রামচন্দ্র।

এছাড়া ইসলামী ব্যাংকের চিফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএএম হাবিবুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দিনসহ উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

গোনিউজ২৪/কেএইচ

অর্থনীতি বিভাগের আরো খবর