এক্সিম ব্যাংকের এমডি হায়দার আলীকে মুক্তিযোদ্ধা সম্মাননা দিল সফেন


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০১৭, ১০:০৭ এএম
এক্সিম ব্যাংকের এমডি হায়দার আলীকে মুক্তিযোদ্ধা সম্মাননা দিল সফেন

ঢাকা: প্রতিষ্ঠার ২০ বছর উদযাপন উপলক্ষে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়াকে মুক্তিযোদ্ধা সম্মাননা দিয়েছে শিক্ষা, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘সফেন’।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২৫ সেপ্টেম্বর ২০১৭) ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা শীর্ষক আলোচনা এবং মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা’ অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া মাত্র সাড়ে তেরো বছর বয়সে দুই নম্বর সেক্টরে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের স্মৃতি ও সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তাঁর ‘মুক্তিযুদ্ধের স্মৃতি’ গ্রন্থটি সুধীমহলে ব্যাপক সমাদৃত।

গোনিউজ২৪/কেএইচ

 

 

অর্থনীতি বিভাগের আরো খবর