চালের দাম কমানোর আশ্বাস দিলেন ব্যবসায়ীরা


অর্থনীতি প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৭, ০৫:২৫ পিএম
চালের দাম কমানোর আশ্বাস দিলেন ব্যবসায়ীরা

ঢাকা: মন্ত্রীদের সঙ্গে তর্কে জড়ালেও শেষ অবধি আগামী কয়েক দিনের মধ্যে চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা কমানোর আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা। তবে এর সঙ্গে শর্ত বেঁধেও দিলেন।

ব্যবসায়ীদের দাবি, চাল আমদানি ও পরিবহনে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের অনুমতি দিতে হবে সরকারকে। সেই সঙ্গে স্থলবন্দর দিয়ে চালবাহী ট্রাকগুলো যাতে দ্রুত আসতে পারে, সে ব্যবস্থা করারও দাবি তাদের।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে বৈঠক আয়োজন করা হয়। বৈঠকে ব্যবসায়ীদের দাবিগুলো মেনে নিয়েছে সরকার। এসময় উপস্থিত ছিলেন সরকারের পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রী, কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী ও খাদ্য সচিবসহ অর্থ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন চালকল মালিকদের সংগঠনগুলোর নেতা ও খাদ্যপণ্যের কয়েকজন শীর্ষ ব্যবসায়ী।

চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম লায়েক আলী সংবাদমাধ্যমকে জানান, সরকার ব্যবসায়ীদের দাবি মেনে নিয়েছে। কয়েক দিনের মধ্যেই চালের দাম কেজিপ্রতি দুই থেকে তিন টাকা কমে যাবে।

তবে বৈঠকের শুরুতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্য নিয়ে কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে বৈঠক। খাদ্যমন্ত্রী মন্তব্য করেন, দেশে চালের কোনো সংকট নেই। সারা দেশে প্রায় এক কোটি টন চাল আছে। এরপর অভিযোগ করেন, ব্যবসায়ীরা কৃত্রিমভাবে দাম বাড়াচ্ছেন। একথা বলার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরা তার কথার প্রতিবাদ জানান। সেই সঙ্গে সরকারের নানা নীতির সমস্যা ও সময়মতো সিদ্ধান্ত না নেয়ার কারণের কথা উল্লেখ করেন।

গোনিউজ/এন

অর্থনীতি বিভাগের আরো খবর