মূল স্কেলে প্রণোদনা বোনাসের দাবি


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২৮, ২০১৭, ০৩:৫৮ পিএম
মূল স্কেলে প্রণোদনা বোনাসের দাবি

ঢাকা: পুরাতন বেসিকে উৎসব বোনাস অনুমোদন করায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বোনাস কমানোর প্রতিবাদে বিক্ষোভ করছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২৮ আগস্ট) দুপুর থেকে কর্মবিরতি দিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রাঙ্গণে বিক্ষোভ করছেন তারা। বিক্ষোভকারী কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিল্ডিংয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন।

বিক্ষোভকারী একজন গোনিউজকে বলেন, ২০১৫ সালে নতুন পে-স্কেল কার্যকর হলেও এখনো পুরাতন বেসিকে উৎসব বোনাস দেয়া হচ্ছে। এর মাধ্যমে আমাদের ঠকানো হচ্ছে। বিক্ষোভকারী কর্মকর্তারা সবশেষ মূল বেতন স্কেল অনুযায়ী প্রণোদনা বোনাসের দাবি জানান।

জানা গেছে, রোববার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে পুরাতন বেসিকে উৎসব বোনাস অনুমোদন দেয়া হয়।

গোনিউজ২৪/কেএইচ

অর্থনীতি বিভাগের আরো খবর