চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে প্রকল্প অনুমোদন একনেকে


স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম প্রকাশিত: আগস্ট ৯, ২০১৭, ০১:৪৫ পিএম
চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে প্রকল্প অনুমোদন একনেকে

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রায় ৬ হাজার কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে। বুধবার দুপুরে (৯ আগষ্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক ) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির অনুমোদন করেন।

এ বিষয়টি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) একটি নির্ভরযোগ্য সূত্র গোনিউজকে নিশ্চিত করেছে।

চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় চট্টগ্রামের ৩৬টি খাল খনন করে জলাবদ্ধতা নিরসন করবে সিডিএ। সরকারি অর্থায়নে ৫ হাজার ৬১৬ কোটি টাকা ব্যয়ে চলতি সময় থেকে ২০২০ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়িত হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, একই ধরনের প্রকল্পের প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠিয়েছিল চসিকও। তবে সিটি মেয়রের প্রস্তাবটি স্থগিত করে সরকারের অনুমোদন পেল সিডিএ’র চেয়ারম্যান আবদুচ ছালামের প্রস্তাবিত প্রকল্প। একনেক আজকের সভার কার্যতালিকায় এক নম্বরে ছিল প্রকল্পটি।

গো নিউজ২৪/এমবি
 

অর্থনীতি বিভাগের আরো খবর