সরকারী-বেসরকারী ৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি সাড়ে ৩ হাজার কোটি টাকা


প্রকাশিত: নভেম্বর ২০, ২০১৫, ০৩:১১ পিএম
সরকারী-বেসরকারী ৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি সাড়ে ৩ হাজার কোটি টাকা

খেলাপী ঋণ বৃদ্ধি পাওয়ায় সরকারী-বেসরকারী মোট পাঁচটি ব্যাংকের প্রভিশন সংরক্ষণ ঘাটতি বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাস শেষে ঘাটতি দেখা দিয়েছে দুই হাজার তিনশ ২৬ কোটি ৫৭ লাখ টাকা। চলতি বছরের জুন মাস শেষে ঘাটতির পরিমাণ ছিল সাড়ে ৩ হাজার কোটি টাকা।
 
মুনাফা থেকে তিন মাস পর হিসাব করে এই প্রভিশন করতে হয়। ফলে খেলাপী ঋণ কমলে প্রভিশন রাখার প্রয়োজনীয়তাও কমে। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রভিশন সংরক্ষণের প্রয়োজন ছিল ৩০ হাজার আটশ ৪৮ কোটি ১৫ লাখ টাকা। ব্যাংকগুলো সংরক্ষণ করেছিল ২৮ হাজার পাঁচশ ২১ কোটি ৮৮ লাখ টাকা। ঘাটতি রয়েছে দুই হাজার তিনশ ২৬ কোটি ৫৭ লাখ টাকা।
 
জানা যায়,বেসিক ব্যাংকের এক হাজার সাতশ ২৩ দশমিক ৪৯ কোটি টাকা,সোনালী ব্যাংকের এক হাজার পাঁচশ ৩৬ দশমিক ৯১ কোটি টাকা,ন্যাশনাল ব্যাংকের ৫৯ দশমিক ৫৩ কোটি টাকা, বিডিবিএল ব্যাংকের প্রভিশন ঘাটতি ২০ দশমিক ৬৪ কোটি টাকা ও বাংলাদেশ কর্মাস ব্যাংকের দুইশ ৩৬ দশমিক ৬৮ কোটি টাকা।

জা/আ

অর্থনীতি বিভাগের আরো খবর