ইউএস-বাংলার গ্রাহকদের বিল সংগ্রহে ত্রিপাক্ষিক চুক্তি


অর্থনীতি ডেস্ক প্রকাশিত: জুলাই ১৮, ২০১৭, ০৬:৩৩ পিএম
ইউএস-বাংলার গ্রাহকদের বিল সংগ্রহে ত্রিপাক্ষিক চুক্তি

ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিং ‘ফার্স্টপে শিওরক্যাশ’ এর মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের গ্রাহক ও এজেন্টদের বিল সংগ্রহে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গেল রোববার (১৬ জুলাই) রাজধানীর প্রগতি সিস্টেমস্ লিমিটেডের প্রধান কার্যালয়ে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ ও প্রগতি সিস্টেমস্ লিমিটেডের সিইও  মো. শাহাদাতউল্লাহ খান (পিএইচডি) এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা খায়ের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যান্ড মোবাইল ব্যাংকিং ডিভিশনের প্রধান আলী নাহিদ খান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের উপ-পরিচালক সোহেল মজিদ, এবং এজেন্ট ব্যাংকিং অ্যান্ড মোবাইল ব্যাংকিং ডিভিশনের এফভিপি মো. ফরিদুর রহমান জালাল এবং প্রগতি সিস্টেমস্ লিমিটেডের এভিপি মো. শফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গো নিউজ২৪

অর্থনীতি বিভাগের আরো খবর