এফএসআইবি ও প্রাণের মধ্যে পেমেন্ট কালেকশন চুক্তি


অর্থনীতি ডেস্ক প্রকাশিত: জুলাই ১৭, ২০১৭, ০৫:৪৫ পিএম
এফএসআইবি ও প্রাণের মধ্যে পেমেন্ট কালেকশন চুক্তি

ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড ও প্রাণ-আরএফএল গ্রুপের মধ্যে ডিস্ট্রিবিউটরস পেমেন্ট কালেকশন সার্ভিসেস বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে।

সোমবার (১৭ জুলাই) দুপুরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (অর্থ) মিসেস উজমা চৌধুরী স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী ও সৈয়দ হাবিব হাসনাত এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ ও মো. মোস্তফা খায়ের।

এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও প্রাণ-আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী এখন থেকে প্রাণ-আরএফএল গ্রুপের ডিস্ট্রিবিউটররা তাদের বিক্রয়লব্ধ অর্থ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিতে পারবে।

গো নিউজ২৪/এন

অর্থনীতি বিভাগের আরো খবর