ঘাটতি ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জুন ১, ২০১৭, ০৪:০৯ পিএম
ঘাটতি ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা

আগামী অর্থবছরে (২০১৭-১৮) বাজেটে ঘাটতি দাঁড়াবে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা। যা জিডিপির ৫ শতাংশ। জাতীয় সংসদে বৃহস্পতিবার দুপুর থেকে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ করছেন অর্থমন্ত্রী। বাজেট প্রস্তাবনা পেশের বক্তব্যে তিনি এতথ্য জানান।

অর্থমন্ত্রী আরও জানান, উন্নয়ন কর্মকাণ্ড এবং সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বৃদ্ধির কারণে ঘাটতি গত বছরের তুলনায় সামান্য বাড়বে, তবে শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধির ফলে সামষ্টিক অর্থনীতিতে কোন প্রকার নেতিবাচক প্রভাব পড়বে না।

তিনি বলেন, ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস হতে আসবে ৫১ হাজার ৯২৪ কোটি টাকা (জিডিপির ২.৩ শতাংশ)। অন্যদিকে, অভ্যন্তরীণ উৎস হতে আসবে ৬০ হাজার ৩৫২ কোটি টাকা (জিডিপির ২.৭ শতাংশ)।

অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্হা হতে ২৮ হাজার ২০৩ কোটি টাকা (জিডিপির ১.৩ শতাংশ) এবং সঞ্চয়পত্র ও অন্যান্য ব্যাংক বহির্ভূত উৎস হতে ৩২ হাজার ১৪৯ কোটি টাকা (জিডিপির ১.৪ শতাংশ) সংগ্রহের আশা করছি।

এবারের বাজেট দেশের ৪৬তম ও আওয়ামী লীগ সরকারের ১৮তম ও অর্থমন্ত্রী মুহিতের একাদশ বাজেট। একইসঙ্গে এটি আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের চতুর্থ ও মুহিতের টানা নবম বাজেট।


গো নিউজ২৪/এএইচ

অর্থনীতি বিভাগের আরো খবর