লিচু চাষিদের চোখে আনন্দের ঝিলিক


দিলরুবা খাতুন, মেহেরপুর প্রতিনিধি প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৭, ০৪:৪৫ পিএম
লিচু চাষিদের চোখে আনন্দের ঝিলিক

মেহেরপুরের লিচু চাষিদের চোখেমুখে দারুণ হাসি ফুটেছে। সরেজমিনে মেহেরপুরের বিভিন্ন লিচু বাগান ঘুরে দেখা গেছে লিচু চাষিদের ব্যস্ততা। গাছে গাছে থোকায় থোকায় লিচু তাদের চোখে মুখে আনন্দ এনে দিয়েছে। পথচারীদেরও চোখ জুড়িয়ে যাচ্ছে লিচুর থোকা দেখে। গত বুধবারের বৃষ্টিতে লিচুতে মাংস লাগতে শুরু করেছে। আটি জাতের লিচুতে রং চড়তে শুরু করেছে। বোম্বাই, চায়না জাতের লিচু এখন গুটি হয়ে আছে। 

মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের লিচুচাষি একরামুল হক জানান, তার ২৫টি গাছেই এবার পর্যাপ্ত লিচু এসেছে। তিনি আশা করছেন লক্ষাধিক টাকার বেচাকেনার।

সদর উপজেলার ঝাইবাড়িয়া গ্রামের আবদুল মান্নান জানান, তার বাগানের ৫৪টি গাছের সবই আটি স্থানীয় মোজাফ্ফর জাতের লিচু। গত কয়েক বছরে এমন পরিপূর্ন লিচু তিনি দেখতে পাননি বলে জানান। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান জানান, জেলায় ২ হাজার ২শ হেক্টর জমিতে লিচু বাগান আছে (নতুনভাবে গত দুই বছরে তৈরী বাগান এই হিসেবের বাইরে)। গতবছর ১২ হাজার টন লিচু উৎপাদন হয়। এবার অনুকূল পরিবেশের কারণে ১৪ হাজর টন লিচু উৎপাদেনর আশা করছেন। তিনি আশা করছেন একশ কোটি টাকার লিচু বেচাকেনা হবে বলে।

গো নিউজ২৪/এএইচ


 

অর্থনীতি বিভাগের আরো খবর