চাকরিজীবীদের বেতন প্রতিবছর বাড়বে সে ধারণা ঠিক নয়


গো নিউজ ডেস্ক প্রকাশিত: মার্চ ১২, ২০১৭, ০১:৫৬ পিএম
চাকরিজীবীদের বেতন প্রতিবছর বাড়বে সে ধারণা ঠিক নয়

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি চাকরিজীবীদের বেতন প্রতিবছর বাড়বে সে ধারণা ঠিক নয়। রোববার সচিবালয়ে একটি বৈঠক শেষে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি ৫ শতাংশের বেশি হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়টি বিবেচিত হবে, এটি আগেই নির্ধারিত। যদি মূল্যস্ফীতি ৫ শতাংশ না হয় তবে কোনও ইনক্রিমেন্ট হবে না। কাজেই প্রতিবছর বেতন বাড়বে সে ধারণা ঠিক নয়।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য স্থায়ী পে কমিশন গঠনের প্রয়োজন নেই জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবছর যে ইনক্রিমেন্ট দেওয়া হবে তা নির্ধারণ করতে স্থায়ী একটি সেল গঠন করা হবে। এই সেল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইনক্রিমেন্ট কীভাবে করা যায় তা নির্ধারণ করবে।’

এ লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগীয় সচিবকে (সমন্বয় সংস্থা) প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে মুহিত বলেন, ‘এ কমিটি আগামী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেবে। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ২০১৭ সালে অথবা তার পরবর্তী বছরগুলোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কত শতাংশ ইনক্রিমেন্ট দেওয়া যায় তার দিক নির্দেশনা থাকবে।’

গো নিউজ ২৪

অর্থনীতি বিভাগের আরো খবর