নিয়ন্ত্রণহীন গরুর মাংসের দাম


গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০১৭, ১২:৫৮ পিএম
নিয়ন্ত্রণহীন গরুর মাংসের দাম

রাজধানীর বাজারগুলোতে এখনও নিয়ন্ত্রণহীন গরুর মাংসের দাম। ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার হলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৮০ টাকায় ও খাসির মাংস ৭৫০ টাকায়। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

এক সপ্তাহে আগের বেশি দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। তবে কমেছে মুরগির দাম। দেশি গরুর মাংস প্রতি কেজি ৪৮০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে, খাসির মাংস বিক্রি হচ্ছে ৭২০ থেকে ৭৫০ টাকায়।

গরুর মাংসের দাম বেশি কেন এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, খরচ বেশি তাই বাড়তি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। 

মধ্য বাড্ডা বাজারের ক্রেতা আবদুল মজিদ বলেন, মাংস ব্যবসায়ীরা গত সপ্তাহে দাম বাড়ালো ১০০ টাকা। এখনও আগের দামেই বিক্রি করছে। একবার দাম বাড়লে কি আর কমে আমাদের দেশে। আর এটি দেখারও কেউ নেই। তাই বাধ্য হয়ে কিনতে হয়। আর এর সুযোগ নেয় বিক্রেতারা। 

গো নিউজ ২৪/এইচজে

অর্থনীতি বিভাগের আরো খবর