বছরের শুরুতেই মূল্যস্ফীতি বেড়েছে


অনলাইন ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০১৭, ০৮:১৪ পিএম
বছরের শুরুতেই মূল্যস্ফীতি বেড়েছে

বছরের শুরুতেই মুল্যস্ফীতি বেড়েছে।ফলে চাপে পড়েছে সাধারণ মানুষ। বছরেরর প্রথম মাস জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ১৫ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৫ দশমিক শূন্য ৩ শতাংশ।

খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৫৩ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৫ দশমিক ৩৮ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ১০ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৪ দশমিক ৪৯ শতাংশ।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিং-এ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।এ সময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, জানুয়ারিতে মোটা চালের দাম বৃদ্ধি এবং বাচ্চাদের স্কুলে ভর্তির সময় হওয়ায় এ ব্যয় বেড়েছে। ফলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়েছে। সাধারণত জানুয়ারি ও জুনে দেশে মুল্যস্ফীতি বৃদ্ধি পায়।তবে এটা স্বাভাবিক ব্যাপার।

গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ৯২ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৪ দশমিক ৪৬ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ২৮ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৪ দশমিক ৭৮ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ২ দশমিক ৫২ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৩ দশমিক ৮৮ শতাংশ।

শহরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৫৭ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৬ দশমিক শূন্য ৭ শতাংশ। খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ১১ শতাংশে, যা ডিসেম্বরে ছিল ৬ দশমিক ৭৪ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯১ শতাংশে, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৩৫ শতাংশ।

 

গো নিউজ২৪/আ ফ ম 

অর্থনীতি বিভাগের আরো খবর