সঞ্চয়পত্র কিনতে পারবেন অনাবাসিক নাগরিকরা


প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০১৭, ০৭:৩৪ এএম
সঞ্চয়পত্র কিনতে পারবেন অনাবাসিক নাগরিকরা

বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব খুলতে পারবেন অনাবাসিক নাগরিকরা। বাংলাদেশে ব্যাংক সোমবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলার অনুযায়ী, বাংলাদেশের সব অনাবাসিক নাগরিক এবং জন্মসূত্রে বাংলাদেশি, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে কিংবা বিদেশে স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের ‘অনাবাসিক বৈদেশিক মুদ্রা সঞ্চয় (এনএফসিডি)’ হিসাব খোলার অনুমতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা অনুমোদিত ডিলারদের মাধ্যমে এ হিসাব খুলতে পারবেন।

সার্কুলারে বলা হয়, হিসাবধারী ব্যক্তিরা যতদিন ইচ্ছা ততদিন তাদের হিসাব পরিচালনা করতে পারবেন। তা ছাড়া বাংলাদেশে ফেরত আসার পর যোগ্য ব্যক্তিরাও যে কোনো সময় এ ধরনের হিসাব খোলার অনুমতি পাবেন।

গো নিউজ ২৪/ এস কে 

অর্থনীতি বিভাগের আরো খবর