৫ টাকার নতুন নোট বাজারে ছেড়েছে সরকার


প্রকাশিত: জানুয়ারি ৬, ২০১৭, ০৭:৪১ পিএম
৫ টাকার নতুন  নোট  বাজারে ছেড়েছে সরকার

দেশের মুদ্রা বাজারে এসেছে ৫ টাকার নতুন সরকারি নোট। বৃহস্পতিবার জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদের স্বাক্ষরে এ নোট বাজারে ছাড়ে সরকার। এতদিন মুদ্রাবাজারে শুধুমাত্র ২ টাকার নোট ইস্যুর ক্ষমতা সরকারের ছিল। হালকা বেগুনি আভার এই নোটটি বাজারে বর্তমান পাঁচ টাকার ব্যাংক নোট ও সরকারি নোটের সঙ্গেই বিনিময় যোগ্য হবে।

নতুন এ নোটে ‘বাংলাদেশ ব্যাংক এবং ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে’ এই কথাগুলো উল্লেখ নেই। শুধু ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’উল্লেখ আছে।

এর আগে ২০১৫ সালের ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ টাকাকে ব্যাংক নোট থেকে সরকারি নোটে রূপান্তর করার প্রস্তাবে সম্মতি দেন। এরপরই অর্থসচিব মাহবুব আহমেদের সই করা নতুন পাঁচ টাকার নোট ছাপার কাজে হাত দেয় সরকার।

গো নিউজ ২৪/এস কে 

অর্থনীতি বিভাগের আরো খবর