ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত: জানুয়ারি ১, ২০১৭, ১২:১২ পিএম
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধন করেছেন। আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৭ এর উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী দেশের রপ্তানির উপর জোর দিতে নতুন নতুন পণ্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। এ মেলায় চামড়াজাত পণ্যকে জাতীয়ভাবে ২০১৭ সালের বার্ষিক পণ‌্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি চামড়াজাত পণ্যকে সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) এই যৌথ আয়োজনে এবার বাংলাদেশসহ ২১টি দেশের ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন। এখান থেক ক্রেতা বা ভোক্তারা তাদের পছন্দ অনুযায়ী দেশি-বিদেশি পণ্য কিনতে পারবেন।

এ মেলায় এবার ১৩টি ক্যাটাগরিতে মোট ৫৭৭টি প্যাভিলিয়ন ও স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বিদেশি প্রতিষ্ঠানের স্টল রয়েছে ৪৮টি। আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে জানুয়ারীর শেষ পর্যন্ত।

গো-নিউজ২৪/বিএস

অর্থনীতি বিভাগের আরো খবর