রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ ২৩ জন শনাক্ত


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০১৬, ০৮:০৮ পিএম
রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ ২৩ জন শনাক্ত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় ১০ কোটি ১০ লাখ ডলার চুরিতে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা জড়িত। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা ছাড়াও এ ঘটনায় ২৩ জন বিদেশি নাগরিকের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।


সিআইডি জানায়, হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তার জড়িত থাকার প্রমাণ তাদের হাতে রয়েছে।

 

রাজধানীর সিআইডি কার্যালয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক শাহ আলম।

 

তিনি বলেছেন, বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা ও বিদেশিসহ ২৩ জনকে শনাক্ত করা হয়েছে। মূল হোতাদের বের করার চেষ্টা চলছে। রিজার্ভ চুরির আগে ৫টি অ্যাকাউন্ট করা হয়।

 

গো নিউজ ২৪ / এস কে 

অর্থনীতি বিভাগের আরো খবর